তোমার ছবি
মোঃ ইব্রাহিম হোসেন
রচনাঃ ০৫-০৭-২০২৪ ইং
তোমাকে যেদিন আমি প্রথম দেখি,
পড়েছি প্রেমে তব নয়কো মেকি।
গেঁথেছি মনের মাঝে তোমার ছবি,
লিখিয়া কাব্য তাই হয়েছি কবি।
চোখের তারায় কত স্বপ্ন হাসে,
মনের আকাশে দেখো উঠেছে রবি।
গেঁথেছি মনের মাঝে তোমার ছবি।
তুমি জান তুমি প্রাণ চাঁদ আকাশে,
আলোকিত এ ভুবন নয়নে ভাসে।
ফুলের বাগানে ওই ফুলেরা ফোটে,
নেচে গেয়ে হেলেদুলে ভ্রমর জোটে।
তোমার ছোঁয়াতে পাই স্বর্গ খুঁজে,
সুখ ঠিকানার পাই সুখের চাবি।
গেঁথেছি মনের মাঝে তোমার ছবি।
তুমি আশা ভালোবাসা কান্নার রোল,
হাসিতে কোমল দু'টি গালে পড়ে টোল।
জীবনের যত সুখ তোমাকে ঘিরে,
দরজা জানালা খোলা ফিরে এসো নীড়ে।
চিরদিন রানি করে রাখবো ঘরে,
যত প্রেম জমা হৃদে দেবো তা সবই।
গেঁথেছি মনের মাঝে তোমার ছবি।