তোমার প্রতিক্ষায়
মোঃ ইব্রাহিম হোসেন


ঝিরিঝিরি বায়ু বহে
গাছে গাছে পাতা নড়ে,
প্রিয়তমা শোনো ওগো
তোমাকে যে  মনে পড়ে।


বিনা দোষে চলে গেলে
আমাকে যে তুমি ভুলে,
আজও কাঁদি তব আশে
বসে বসে নদী কূলে।


আকাশেতে চাঁদে হাসে
খুঁজে চলি চারিদিকে,
তোমা কথা ভেবে ভেবে
বদনটা যে হলো ফিকে।


নিশিরাতে আসে নাকো
দুটি চোখে ঘুম যে আমার,
নয়ন মেলে খুঁজি তোমায়
একাকী এ পথে গামার।


আসবে বলে প্রতিক্ষাতে
সদাই আমি চেয়ে থাকি,
কেনো বলো প্রিয়তমা
দিয়ে গেলে মোরে ফাঁকি?