তুমি বিনে
মোঃ ইব্রাহিম হোসেন


দিনেদিনে তুমি বিনে দেহ ক্ষীণে হায়!
খুঁজে ফিরি মরু গিরি ঝিরিঝিরি বায়।
কোথা গেলে দেখা মেলে তরী ঠেলে যাই,
হৃদে বাঁধা তবু বাধা চুনে কাদা ছাই।


এ কী ভালে কোন হালে কোন ডালে ভর,
শেষ হলো কেনো বলো ধেয়ে এলো ঝড়?
কোন পাপে অনুতাপে নাই মাফে পাপ ?
কিছু ভুল এ মাশুল দুই কূল কাঁপ।


প্রেমে নাশ সব আশ হলো চাষ শেষ,
সুখ নাই ভালে তাই একা ধাই ক্লেশ।
ওগো বিবি নাই শিবি নাই ডিবি ঘর,
দূরে থাকি এ একাকী ভয়ে কাঁপি থর।


চাই পেতে কাছে যেতে প্রেমে মেতে তবো,
কত আশা ভালোবাসা মিঠা ভাষা কবো।
ওই বিধি নিরবধি দিত যদি লিখে,
যত সুখ হাসি মুখ হত দুখ ফিকে।


তুমি একা আমি একা কই দেখা মিলে?
দুজনার বেদনার হাহাকার দিলে।
বিধাতার এ বিচার সমাচার সুখ,
ঘোরে পাখা গজে শাখা হাসিমাখা মুখ।