তুমি বীর
মোঃ ইব্রাহিম হোসেন


তুমি বীর নও ধীর তুলো শির আজ,
হবে জয় নাহি ক্ষয় কেনো ভয় সাজ?
করো পণ দেহ মন প্রতি'ক্ষণ সব,
বুকে বল ধেয়ে চল মুখে বল রব।


মারো তির মুছো নীর আর স্থির নয়,
হবে যেনো সবে মেনো ভবে জেনো ক্ষয়।
আয় ছুটে ভয় টুটে লাথি বুটে মার,
এক দিন হবে লীন সীমাহীন যার।


বৈরী বাণ খান খান দাও শান হাতে,
শত্রু ধর মার মর ধড়-পড় সাথে।
ভয় দূর মনে সুর সুমধুর ডাক,
ওই যায় পিছু ধায় আয় আয় হাঁক।


দিক দিক চারিদিক দিয়ে ধিক চল,
জেনে রাখ খুলে আঁখ নদী বাঁক জল।
ভাই বোন তোরা শোন ঘিরে জোন ওই,
জয় হবে সুখ রবে এই ভবে সই।


হাসি খুশি মন পুষি মারি ঠুসি বাণ,
কেড়ে নেবো নাহি দেবো এই ভেবো প্রাণ।
হাত-ছানি বিনা পানি এই জানি ভয়,
কর হাতে রাখ সাথে দিবা-রাতে জয়।
===================


প্রেমের বাতি
মোঃ ইব্রাহিম হোসেন


দৃষ্টিনন্দন অবয়বে করলে পাগল এ মন,
ফুলের ঘ্রাণে ভ্রমর জোটে ফুলবাগানে যেমন।
স্নিগ্ধ পরশ ছোঁয়া দিলে,
মনটা আমার কেড়ে নিলে,
এই হৃদয়ের রন্ধ্রে রন্ধ্রে তোমার আসা যাওয়া,
চিত্তকোণে একটা আশা তোমায় শুধু পাওয়া। 


কোন কাননের ফুল গো তুমি কোন বাগানের কলি?
তোমার রূপে মুগ্ধ হয়ে গান ধরে যায় অলি।
ময়ূর নাচে পেখম তুলে,
যাই না তোমায় কভু ভুলে,
আমার মনের নীলাম্বরে পূর্ণিমার চাঁদ তুমি,
তোমার প্রেমের পরশ পেয়ে পূর্ণ হৃদয় ভূমি।


দিন কাটে না রাত কাটে না তুমি বিনা কভু,
পার্থনাতে মগ্ন থাকি ডাকি শুধু প্রভু।
চাই না কিছু তুমি ছাড়া,
তোমার প্রেমে পাগলপারা,
ভুবন জুড়ে তুমি আমার স্বপ্ন আশার আলো,
এক পলকে মন হারালাম প্রেমের বাতি জ্বালো।