টুঙ্গিপাড়ার বজ্রকণ্ঠ
মোঃ ইব্রাহিম হোসেন
তাং-১৭/০৩/২০২২,বৃহস্পতিবার, সময়ঃ 4:30pm


টুঙ্গিপাড়ার বজ্রকণ্ঠ
শেখ মুজিবুর নাম,
করতে স্বাধীন বঙ্গভূমি
এলেন ধরাধাম।


পাক বাহিনির অত্যাচারে
অতিষ্ঠ হয় সব,
একাত্তরে গনহত্যা
কান্নার কলরব।


স্বাধীনতার ঘোষক হয়ে
হুঙ্কারে দেন ডাক,
দেশ বাঁচাতে অস্ত্র ধরো
বিনাশ করো পাক।


দেশ দরদী বাঙালিরা
সেই ডাকে দেয় ঝাঁপ,
নারী পুরুষ একত্রিত  
বৈরীর উঠে কাঁপ।


ন'মাস ধরে যুদ্ধ শেষে
বঙ্গবাসীর জয়,
তিরিশ লক্ষ শহীদ হলো
হবে না তার ক্ষয়।


মুজিব তরে রক্ত ক্ষয়ে
পেলাম স্বাধীন দেশ,
শান্তি সুখের বসত ভিটা
নেই কোনো আর ক্লেশ।


শত্রুর হাতে পঁচাত্তরে
দিয়ে গেলেন প্রাণ,
এই অবদান শেখ মুজিবের
হবে নাকো ম্লান।


জনম জনম হাজার জনম
থাকবে মুজিব যশ,
মুজিব মুখের বজ্র ধ্বনি
শত্রুর আসে ধস।