দু'হাজার বিশ  
ইব্রাহিম হোসেন  
===========


দু'হাজার বিশ দিল, করুণ বিষের ছোঁয়া,
চারিদিকে করে শুধু , মরণ ব্যাধি ধাওয়া।
পৃথিবীতে হাহাকারে, হাজার প্রাণের খোয়া,
করোনার দিলে নাই, একটুও যে মায়া ।
নিষ্ঠুর, পাষাণীর মতই, চেপে সে বসে,
ধুকে ধুকে মানুষের, প্রাণ যায় যে শেষে।  
দু'হাজার বিশ নয়, এ যেন বিষে ভরা বাণ,
অকালে কেড়ে নিল হায়! কত শত শত প্রাণ!
ক্ষত-বিক্ষত করে, হৃদয়টাকে সবার,
দু'টি চোখের কান্নায় সবে, করে হাহাকার।
মৃত্যুর শঙ্কায়, বিশ্ববাসী শঙ্কিত আজ ,
রাজ প্রাসাদের যত সব, রাজা মহারাজ ।
লকডাউনে বন্দী খাঁচায়, বিশ্ব ভুবন লোক,
মৃত্যু কোলে, পড়ছে ঢলে, শোকের উপর শোক।
কর্ম বিনে ক্ষুধার জ্বালায়, গরীব অসহায়,
কি করিবে ভেবে না পায়?  করে হায় হায় !
চিনে না যে আজকে আর, কেও কাওকে কভু,
স্বামী ছেড়ে চলে যায়, লক্ষি প্রাণের বধু ।
জনে জনে, থাকে সবে , দূর দূরত্বে সবাই ,
মনে ভয়, ঘৃণা হয়, সব দূরে ফেলে পালায়।
ছেলেও যে চিনে না, আজ মা ও বাবাকে,
প্রাধান্য দেয় ভবে, শুধুই নিজে নিজেকে ।
এ যেন কিয়ামতের, এলো আলামত,
দু'হাজার বিশ দিল, কোন মসিবত ?