আলহামদুলিল্লাহ।
সমস্ত প্রশংসা মহান রব্বুল আলামীন এর জন্য।


আমার খুবই প্রিয় একটি কবিতা।


উপেক্ষা
মোঃ ইব্রাহিম হোসেন


উহারা যতই নিন্দা করুক
নিজের কর্ম করেই চল,
উগ্রবাদীর ভাঙবে পাঁজর
মুছে ফেল তোর চোখের জল।


ওদের কথায় দুঃখ কীসের?
ওরাই ভবের ধান্দাবাজ,
নিজের স্বার্থ রাখতে অটুট
কৌশলে ছক ফন্দিবাজ।


কারো মঙ্গল দেখলে কারোর
হিংসাতে যার বক্ষে ফাট,
নয় তো মানুষ নাই জ্ঞানে হুঁশ
কুয়া খুঁড়ে তার চলার বাট।


হিংসা,বিবাদ, বিদ্বেষ করে
ধ্বংস জীবন ভবের 'পর,
আল্লাহ স্মরে ধৈর্যধারণ
বিশ্বাসে সুখ জীবনভর।


পথের কাঁটায় আসবে বাধায়
হিংসুটে সব নিন্দাবাদ,
সর্ব চূড়ায় করতে ভ্রমণ
বল রব এক জিন্দাবাদ।