উপদেশ
মোঃ ইব্রাহিম হোসেন


সৎ পথে চলবে তবে
পাবে খুঁজে আলোর দিশা,
তোমার এই সফলতায়
জ্বলবে দেশে জ্ঞানের তিশা।


সততার মূল্য অনেক
সবার কাছে অতি প্রিয়ো,
গড়তে এই জীবন ভবে
কোরআন হাদিস শিখে নিয়ো।


সত্য পথ ধরলে পাবে
জীবন চলার ওই সমাধান,
পাঁচ ওয়াক্তে নামাজ পড়ো
পালন করো মাস রমাদ্বান।


পরের হক দাও ফিরিয়ে
চাও গো যদি মুক্তি পেতে,
জপো রব পবিত্রতায়
আল্লাহ প্রেমের ধ্যানে মেতে।


সততায় মুক্তি আছে
মিথ্যাবাদী বিনাশে রয়,
সৃষ্টিকারী তুষ্ট থাকেন
সত্যবাদীর সর্বদা জয়।
============


রাখাল ও নেকড়ে
মোঃ ইব্রাহিম হোসেন


আমি রাখাল মালিক গুরু
বুকটা কাঁপে দুরু-দুরু
ধানের ক্ষেতে
মানা যেতে
গেলেই পিঠে মার যে শুরু।


ভয়ে ভয়ে গরুর পিছু
গীতাঞ্জলি গাই যে কিছু
বাঁশির সুরে
অনেক দূরে
মালিক দেখে মাথা নিচু।


হঠাৎ দেখি নেকড়ে আসে
ধানের ক্ষেতের আইল ঘেঁষে
করলো তাড়া
পড়লো মারা
পালের গরু অবশেষে।


বজ্রকণ্ঠে হলাম কড়া
গেলাম ধেয়ে অতি ত্বরা
সাহস বুকে
দিলাম ঠুকে
নেকড়ে বেটা পড়লো ধরা।
==============