উঠাও তোমার শির
ইব্রাহিম হোসেন


কতোই জ্বালা সইবে বুকে
একটু জবাব, দাও,
যা আছে যার সবার কাছে
হাতে তুলে নাও।


সাহস বুকে সৎ সংগ্রামে
উঠাও তোমার শির,
বুলেট বোমা গোলাবারুদ
রুখো ওহে বীর!


আর কত দিন চলবে দেশে
রক্তে মাখা খুন!
আর কতকাল ধরবে মনে
হৃদয় ভাঙা ঘুন!


জেগে উঠো ও জনতা
ঘুমায়োনা আর,
প্রতিবাদের আগুন জ্বালো
চলছে অবি'চার।


মারামারি হানাহানি
হরণ নারীর মান,
হত্যা আজও শত শত
কত জনের প্রাণ!


স্বামী হারায়, ছেলে হারায়
মনে দুখের ঢেউ,
মা ও বাবার বুক খালি হয়
খবর না নেয় কেউ।


অত্যাচারে নিপীড়নে
দেশের জন'গণ,
শান্তিতে নাই এতটুকু
কষ্টে সারা'ক্ষণ।


জন্ম নিলে মরণ হবে
জেনে রেখো সব,
সত্য পথে জীবন বিলাও
মুখে বলো রব।


বুলেট বোমা রুখতে হবে
করতে হবে জয়,
শক্ত হাতে মুষ্টি ধরে
দূর করো সব ভয়।


দেশ জনতা ঐক্য গড়ো
শত্রু নিধন চাই,
আসবে তবে জয় সততার
শান্তি পাবে ঠাঁই।