ভাবছি একা
ইব্রাহিম হোসেন


শরৎ শেষে শীত আভাসে
শীতের আনা'গোনা,
একলা আমি তোমার কথা
ভাবি যে আন'মনা।


বাড়ির পোষা হলদে পাখি
সুরের তালে ডাকে,
কুজ্ঝটিকা আসছে ধেয়ে
কতোই ঝাঁকে ঝাঁকে!


সন্ধা বেলা জোনাক পোকা
মিটির মিটি জ্বলে ,
মোর আশাতে ভাবছো বসে
আসবো আমি বলে ।


শীতের দিনে খেজুর গাছে
মিষ্টি রসে হাঁড়ি,
হাতে ঝুলাই আসবো আমি  
সখী তোমার বাড়ি ।


তোমার পোষা ময়না পাখি
ডাকবে সুরে সুরে,
আসতে দেখে যখন আমি
থাকবো কিছু দূরে।