ভাগ্য বিধির হাতে
মোঃ ইব্রাহিম হোসেন


ভাগ্য হলো বিধির দেওয়া জেনো
কেউবা মানে কেউবা নাহি মানে,
নিজের হাতে নয়তো গড়া তাহা
এ ভুবনের সব মানুষে জানে।


কর্ম গুণে ভাগ্য'টা যে ফলে
হয় না যে ভাই প্রভুর দয়া বিনে,
কর্ম লাগে কপাল ভালো লাগে
আকাশ ফুঁড়ে উঠবে দিনে দিনে।


প্রভুর দয়া রহম যে পায় তবে
সে তো আসল সুখী মানুষ রবে,
সবাই বলে যে যাহা চায় নভে
সে না কি পায় জীবনে তাই ভবে?


জেনেই রেখো মিথ্যা তাহা সবে
মহান প্রভু ধন্য যাকে করে,
ভুবন মাঝে ভাগ্য তারি ফলে
সুখের বায়ু লাগে যে তার ঘরে।


বিশ্বাসেতে থাকতে হবে সদা
রত্নখনি রবের হাতে থাকে,
সেই তো ধনী হয় অবনী পরে
সৃষ্টিকারী মালিকে দেন যাকে।
================



গরিব শোষণ
মোঃ ইব্রাহিম হোসেন


বেইমানিতে ভরে গেছে
দেশটা আমার আজি,
হালাল হারাম না বুঝে ভাই
স্বার্থলোভে পাজি।


নিজের স্বার্থে যাচ্ছে করে
পরের জীবন ক্ষতি,
মানবতা নাই যে তাদের
মনেতে এক রতি।


শোষণ করে গরিব মারে
হিংসাতে পেট ভরা,
নিরুপায়ে নিঃস্ব হয়ে
দীন ভিখারি ধরা।


সমাজে নাই সঠিক বিচার
অসহায়ের তরে,
তেলা মাথায় তেল মারে সব
গরিব ধুঁকে মরে।


এই যদি হয়  নিয়ম নীতি
ক্যামনে জবাব দিবি ?
অত্যাচারী সমাজ নেতা
পাপেরই ভাগ নিবি।