ভাগ্য যেতো খুলে
ইব্রাহিম হোসেন


মাওলা তুমি শূন্যে বসে
খেলছো এ কোন্ খেলা?
অল্প দিনের অল্প আয়ু
যাচ্ছে কেটে বেলা।


তোমার সাথে পাল্লা দিবে
এমন কেবা আছে?
আল্লাহ্ তোমার ইশারাতে
সারা ভুবন নাচে।


আকাশ পানে উড়ছে ঘুড়ি
লাটাই তোমার কাছে,
আমরা মানুষ অধম হলাম
চিনলো বনের গাছে।


বিশ্ব ভুবন তৈরি তোমার
রোগ ব্যাধি ও বটে,
একটি রোগের জন্য কাতর
বিশ্ববাসী লটে।


মানব তবু চিনলো না'যে
মাবুদ তোমায় কভু,
তোমায় ভুলে মানছে সবে
সৃষ্টি তোমার প্রভু।


ঐ করোনার শঙ্কা মনে
বন্দি সবে ঘরে,
ভাগ্য মোদের যেতো খুলে
কাঁপলে তোমার ডরে।