ভাত দিলি তো মারলি কেনো? (গীতি কবিতা)
মোঃ ইব্রাহিম হোসেন - রাজশাহী
রচনাঃ ২৩-০৯-২০২৪ ইং
ভাত দিলি তো মারলি কেনো জবাব তোদের চাই,
মানব নাকি হিংস্র প্রাণী মনুষ্যত্ব নাই ??
কেমন তোদের শিক্ষা নীতি
হায়রে মানবতার ইতি !!
কষ্টে ঝরে চোখের পানি বন্যা বহে যায়। ঐ
মরার আগে চাইছে ক্ষমা দোষ না করেও সে,
চোর না আমি এই মিনতি দে ক্ষমা ভাই দে।
বিনাদোষে মৃত্যু দিলি
খাবলে সে প্রাণ ছিনিয়ে নিলি!!
একটু কি ঠাইঁ পায়নি দয়া পাষাণ মনে ভাই? ঐ
পাহাড় সমান পাপের বোঝা মাথায় লয়ে সব,
চাইলে ক্ষমা মাফ করে দেন আমার মহান রব।
সেই রবেরই সৃষ্টি সবাই
নির্মমতায় করলি জবাই!!
নাই ক্ষমা নাই হায়না তোদের দন্ড ফাঁসি চাই। ঐ