ভেবে দেখো মন
মোঃ ইব্রাহিম হোসেন


জীবনের স্মৃতিজড়া দিন গুলো কই?
প্রতিবেশি আর সেই সাথী ছিলো সই।
সময়ের ব্যবধানে হারিয়েছে আজ,
ক্ষণে ক্ষণে মনে পড়ে সে দিনের সাজ।


খেলাধুলা হাসিখুশি দৌড়াদৌড়ি আর,
চুপিচুপি কত কথা কত সমাচার!
হৃদে জাগে দোলা দেয় অতীতের চোখ,
কভু সুখ কভু ব্যথা কভু বাড়ে শোক।


ফিরে আর পাবো না'যে কখনো সে দিন,
হয়েছে বয়স আর হয়ে গেছি হীন।
বিবেকের চোখ দিয়ে ভেবে দেখো মন,
দু'দিনের খেলাঘর নয় বেশি ক্ষণ।


মাতা গেছে পিতা গেছে গেছে দাদা দাদি,
শিশু ও কিশোর গেছে বাকি এক শাদি।
জানি না কখন দিবে প্রভু মোরে ডাক,
প্রাণো বায়ু বের হবে শেষ হবে বাক।


আঁখিজল অবিরল ঝরে ঝর'ঝর,
অতীতের মত সব হয়ে যাবে পর।
স্মৃতিগুলো করিবে যে শুধু বিচরণ,
মাটিতে মিশিবে দেহ এই বিবরণ।