ভণ্ড বাবার গল্প (রক্তাক্ত জুলাই ২০২৪)
মোঃ ইব্রাহিম হোসেন
রচনাঃ ১৭-০৮-২০২৪ ইং
আয় দাদু ভাই শোনাই তোরে ভণ্ড বাবার গল্প,
সত্য কথা মিথ্যা তো না, নয় কখনো অল্প।
বঙ্গবাসী একাত্তরে যুদ্ধে স্বাধীন হলো,,,,
ও দাদিমা ও দাদিমা, তারপরে কী বলো?
বেশ কিছুকাল পরে আবার আসলো নতুন রাজা,
লুটেপুটে খাইতো সে দেশ কসুরহীনের সাজা।
ক্ষমতার বল করতো প্রয়োগ আইন হাতে নিয়ে,
জেল-হাজতে, আয়না ঘরে রাখতো সাজা দিয়ে।
স্বৈরাচারীর শাসনকালে এই ঘটনার বুলি,
হত্যা ও খুন ধর্ষণে সব উড়তো মাথার খুলি।
দরবেশ সেজে নামধারী এক ছিলো দোসর বাবা,
রাজনীতি চাল মারতো সে ফাল হিংস্র বাঘের থাবা।
পাঞ্জাবি গায় মাথায় টুপি দরবেশেরই বেশে,
নাম বেচে খায় অর্থলুটে সমাজসেবক দেশে।
সম্পদে ভর দালান-কোঠা বসত এসির তলে,
রাজার মতই কোটি টাকার গাড়ির 'পরে চলে।
রাজ-ক্ষমতায় আসন পেতে খেলতো ভীষণ দাবা,
লক্ষ কোটি ব্যাংক ডাকাতি আমজনতা হাবা!
পাপের সাজা পেতেই তো হয় নাই কোনো তার ক্ষমা,
অত্যাচারী ষোলো বছর রাখছিলো পাপ জমা।
হঠাৎ করেই চব্বিশে সেই রাজার পতন যখন,
খোলস খোলা ভণ্ড বাবা পড়লো ধরা তখন।
শিকল পরা দুই হাতে তার কর্মফলের দণ্ড,
বদলানো রূপ নীরবে চুপ সাধুর বেশে ভণ্ড।