ভুলের মাঝে
ইব্রাহিম হোসেন


আল্লাহ্ ভুলে জীবন গড়ে
লাভ কি হবে ভাই?
আকাশ বাতাস ঝর্ণা নদীর
মতোই জীবন চাই।


সাগর পাহাড় চন্দ্র তারা
সূর্য মামার তাপ,
রব ইশারায় চলছে তারা
সূক্ষ্ম করে মাপ।


রঙিন ভুবন স্বপ্ন সাধন
কেই তো কারও নয়,
দম ফুরালে শেষ নিঃশ্বাসে
সাধের জীবন ক্ষয়।


সবুজ শ্যামল এই পৃথিবী
গাইছে খোদার গান,
আমরা মানুষ ভবঘুরে
বুঝি না তাঁর শান।


বনের যত পশু পাখি
চিনলো রাসূল রব,
ভবের মাঝে কায়ার মায়ায়
রবকে ভুলে সব।


ওহে মানব মুক্তি পেতে
খোদার ধ্যানে রও,
লোভ ও ক্রোধের জীবন ছেড়ে
আল্লাহ্ রাসূল কও।


ক্ষণিক সুখের মায়া ত্যাগে
করো দ্বীনের কাজ,
কোরআন হাদিস মানলে পাবে
কবর ঘরের সাজ।


আর থেকো না ভুলের মাঝে
জাগ্রত হও তায়,
থাকতে সময় আঁকড়ে ধরো
উঠো দ্বীনের নায়।


(রচনার সময় : - ২৮-০৩-২০২১, ০৩:২৬ পি এম)