ভুলতে পারি না
ইব্রাহিম হোসেন


যতোই ভাঙ্গুক প্রিয়া আমার
স্বপ্ন সাধের ঘর,
সবার থেকে আপন তবুও
নয় কখনো পর।


ক্যামনে তাকে বলি আমি
বেইমান ভবো মাঝ,
তার তরেতে অশ্রু ঝরে
দিবানিশি সাঁঝ।


ফালাফালা করে যদি
বুকটা কেটে ওই,
পারবো নাতো কভু দিতে
অভিশাপের ছই।


রক্তধারার বন্যা বহে  
হৃদয় মাঝে রোজ,
নাই অভিশাপ মনের মাঝে
তবুও করি খোঁজ।


মন গহীনে দুঃখ নিয়ে
ঘুরি নদীর তীর,
কষ্টে আমার বুক ফেটে যায়
চোখের কোণে নীর।


ভালোবাসি এতোই তারে
ভুলতে পারি নাই,
দুহাত তুলে চোখের জলে
দোয়া করে যাই।