অচিন দেশের অচিন পাখি
ইব্রাহিম হোসেন


দেহের মাঝে বাস করে যে
অচিন দেশের পাখি,
যায় না দেখা দুই চোখেতে
ক্যামনে বেঁধে রাখি?


নাম না জানা কালার বিহীন
রুহানি সেই প্রাণে,
জীবন বাঁচে বিশ্বব্যাপী
জগতবাসী জানে।


দেহের সাথে সম্পর্ক তার
বাঁধা গভীর প্রেমে,
তবুও কভু থাকে না সে
দম'টা গেলে থেমে।


পর করে সে যায়রে চলে
ছিন্ন করে বাঁধন,
লাশ - স্বজনের দুটি চোখে
থাকে শুধু কাঁদন।


দেহ যাবে পঁচে গলে
বিলীন কবর নীড়ে,
অচিন দেশের অচিন পাখি
আসবে না আর ফিরে।