অধ্যেতাদের অবদান
মোঃ ইব্রাহিম হোসেন
রচনাঃ ০৯-৮-২০২৪ ইং
দালাল যারা ভুলবে তারা দেশটা যে ছারখার,
কত মানুষ খুন হয়েছে শোকের হাহাকার!
পিলখানার ওই সেই ঘটনায় কার ছিলো কও হাত?
আমন্ত্রণের পত্র দানে তিপ্পান্ন প্রাণ ঘাত।
কত মানুষ গুম করেছে হায় ক্ষমতার লোভ!
এতো মানুষ হত্যা করেও হয়নিকো শেষ ক্ষোভ।
মতিঝিলের রাজপথে সেই হেফাজতের ডাক,
বন্ধ লাইট আঁধার শহর লাশের 'পরেও ঘাত।
পাঞ্জাবি গায় মাথায় টুপি দাড়িভরা মুখ,
জামাত শিবির চিহ্নিততে দেয়নি ওদের সুখ।
কসুর বিহীন জেল-হাজতে কষ্ট সীমাহীন,
আরও কত কর্মে রত পাপের এসব ঋণ।
ভুলে গেছো সেই কাহিনি বন্ধ মুখের বাক ?
সর্বনাশী বাজায় বাঁশি হায়না ঝাঁকের ঝাঁক।
অত্যাচারে অতিষ্ঠ সব বিদ্রোহে দেয় ডাক,
"চাই না দেশে এমন শাসন দুর্নীতি সব ঢাক।"
রক্তক্ষরণ লাল সাগরে বাংলারই মাঠ'ঘাট,
অভ্যুত্থানের নতুন এ রূপ স্বাধীনতার পাঠ।
স্বৈরাশাসন নির্মূলে তাই দেশ-জনগণ আজ,
অধ্যেতাদের এই অবদান শীর্ষে মাথার তাজ।