অহংকারী ২
মোঃ ইব্রাহিম হোসেন


অল্প দিনের এই দুনিয়া
গর্ব তুমি কীসের করো,
শক্তিশালী অর্থ বলে
পরের সনে ক্যান বা লড়ো?


আজকে তোমার শক্তি অনেক
কালকে যে তা থাকবে নাকো,
থাকতে সময় লোভটা ভুলে
দ্বীনের পথে রবকে ডাকো।


আমার আমার বলছো সবই
কিছুই তোমার নয় তো ভবে,
আসবে যখন যম নিতে দম
সবই তখন পর যে হবে।


অর্থ-কড়ি কাঁড়ি কাঁড়ি
আসবে নাকো কিছুই কাজে,
তাদের মোহে ভুলছো আজই
রঙ তামাশার রঙ ও সাজে।


অহংকারী সবার কাছে
ঘৃণিত হয় সমাজ মাঝে,
লানত রবের তার শিরে যে
নিত্য সকাল, দুপুর, সাঁঝে।