অল্প দিনের আয়ু
মোঃ ইব্রাহিম হোসেন


ছোট্ট জীবন ছোট্ট ভুবন
দুই দিনের সব সাথী,
প্রাণ শেষে চোখ মুদিলে ভাই
দেখবে আঁধার রাতি।


অল্প দিনের আয়ু তোমার
বাহাদুরি কিসের ?
আয়ু শেষে আসবে ধেয়ে
মরণ জ্বালা বিষের।


চৈত্র মাসের আয়ু তিরিশ
তারপরে যায় খসে,
বৈশাখ আসে ঝড় বাদলে
নদীনালা ধ্বসে।


রাত দিবসে চব্বিশ ঘন্টা
সপ্তাহ সাত দিনে,
বারো মাসে একটি বছর
বছর পরে বিনে।


এই যদি হয় রঙের খেলা
বাঁচবে ক'দিন বলো ?
সমনজারি আসার আগে
সঠিক পথে চলো।