অল্প কথায় মান বাড়ে
মোঃ ইব্রাহিম হোসেন


অল্প কথায় মান বাড়ে ভাই
অল্প করো গল্প,
বেশি কথায় বাচাল বলে
ভালোবাসে অল্প।


জ্ঞানী যারা অল্প যে কয়
বেশি কথায় নারাজ,
কম কথাতে মেধার বিকাশ
জ্ঞান গরিমার দারাজ।


বেশি কথায় ঝগড়া বিবাদ
বিপদ আসে ধেয়ে,
লোক সমাজে ঘৃণার চোখে
দেখে চেয়ে চেয়ে।


অর্থশালী শক্তিশালী
বাচাল কথা বলে,
সামনে বলে বাহ্ বাহ্ শাবাশ
নিন্দা আড়াল হলে।


খুব বেশি হয় সীমার বাহির
সীমার মধ্যে থাকো,
পাবে তুমি মান ও সম্মান
সঠিক জেনে রাখো।