অন্ধকারে আলোর দেখা
মোঃ ইব্রাহিম হোসেন
রচনাঃ ২৭-০৮-২০২৪ ইং
আঁধার দেখে ভয়টা কীসে ?
আঁধার শেষে আলোর দেখা,
মেঘ-আড়ালে সূর্য হাসে
হোঁচট খেয়ে চরম শেখা।
বন্ধু চেনো বিপদকালে
আসল নাকি নকল সোনা?
আত্ম'ত্যাগে প্রাণ বাঁচানো
দাদির মুখে গল্প শোনা।
এমন কেহ অচিন দেহ
বুকের মাঝে জায়গা দিও,
আগলে রেখো ভালোবাসায়
সে তো তোমার বন্ধু প্রিয়।
ভয় পেও না দুঃখ বানে
দুখের 'পরে সুখটা আসে,
অত্যাচারী শোষণ করে
সত্য বলে যায় সে নাশে।
ধৈর্য ধরে লড়াই করো
শঙ্কা যত যাইবে টুটে,
আসবে ফিরে রাঙা প্রভাত
পুষ্পবাগে পুষ্প ফুটে।