অন্তরালে 
ইব্রাহিম হোসেন
===========


মাওলা তোমার সৃষ্টি যতোই
দেখি দুচোখ মেলে;
মন ভরে যায়,প্রাণ ভরে যায়
শান্তনা পাই দিলে।


বৃক্ষরাজি, তরুলতা
আকাশ মেঘের ভেলা;
উদাসী মন, হয় সারাক্ষণ
দেখে পাহাড় টিলা।


শস্য শ্যামল সোনালী ফসল
তোমার কৃপার দান;
আল্লাহ তুমি বান্দার লাগি
কত মেহেরবান!


চন্দ্র - সূর্য, গ্রহ - তারা
তোমার মহিমায়;
আলো ছড়ায়,জোছনা ছড়ায়
তোমার সীমানায়।


তোমার কুদরতের দ্বারা
আলোকিত ভুবন;
যতোই দেখি ততোই জুড়ায়
আমার দুটি নয়ন ।


আকাশ ফুড়ে বৃষ্টি নামে
ঝর্ণা নদী বহে;
সাগর সেচে ঐ আকাশে
পুরন করো মেঘে।


মন মাতানো,চোখ ধাঁধানো
মাওলা তোমার সৃজন;
অপরূপ সৃষ্টি তোমার
নাই তুলনার বচন।


শক্তি তোমার, ক্ষমতা তোমার
তৃ-ভুবনে অপার,
শূণ্য বসে, হিসাব কষে
অন্তরালে সবার ।


আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ।।
আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ।।
====================
২০০ গানের খাতা হারিয়ে, আল্লাহর রহমতে পুনরায়   ২০০ তম কবিতা, ডাবলসেঞ্চুরি হলো  আবারও বলি আলহামদুলিল্লাহ।
এই আনন্দে আনন্দিত হয়ে কবিতার আসর এর প্রতিষ্ঠাতা সকল এডমিন প্যানেলে সকল সম্মানিত ব্যক্তি বর্গের প্রতি এবং কবিতার আসর এর সকল কবিদের প্রতি রইলো আমার নিরন্তর ভালোবাসা প্রীতি শুভেচ্ছা ও অভিনন্দন।