অনুতপ্ত
মোঃ ইব্রাহিম হোসেন


রঙ্গশালায় জন্ম নিলাম
ধরলাম না তো রবের পিছু,
যতই থাকুক ধন দৌলত
যাইবে না আর সঙ্গে কিছু।


মরার পথেই চলছি এখন
বয়স আমার ভাটির পথে,
আজ আছি ভাই কালকে যে নাই
কেমনে যাইবো স্বর্গ রথে?


মাথার উপর চিন্তা বিরাজ
কিবা করলাম ভুবন মাঝে?
রইলাম সদাই গাফেল হইয়া
সকাল দুপুর সন্ধ্যা সাঁঝে।


অল্প দিনের এই দুনিয়ায়
রইলাম দূরে রব'কে ভুলে,
বৈঠা বিহীন নৌকার 'পরে
ভিড়বে কি নাও নদীর কূলে?


পাপের-ই বোঝা মাথায় লইয়া
কাঁদছি দয়াল তোমার দ্বারে,
অতীত গুনাহ ক্ষমার দৃষ্টি
চাই যে শুধুই হাজার বারে।