অর্থ ছাড়া কর্ম নাই
মোঃ ইব্রাহিম হোসেন


কষ্ট করে লেখাপড়ায়
ছাত্র আমি ভালো,
বাবায় ভাবে এবার বুঝি
জ্বলবে ঘরে আলো।


স্বপ্ন ছিলো দুইটি চোখে
চাকরি পাবো আমি,
মা ও বাবার দুঃখ যাবে
গড়বো বাড়ি দামি।


ভাইভা দিতে গেলাম আমি
ওই শহর পানে,
অর্থ ছাড়া কর্ম নাই
শিক্ষাগত জ্ঞানে।


কপাল পোড়া অভাবী হায়
চাকরি হলো না যে,
মনের দুখে বনের মাঝে
কাঠুরিয়ার কাজে।


আমার দেশে চাকরি নিতে
ঘুষ'টা লাগে আগে,
ঘুষের টাকা যোগাড় হলে
পুষ্প ফোটে বাগে।