অশালীন
মোঃ ইব্রাহিম হোসেন
তারিখঃ ২২-০৫-২০২২ ইং


অশালীনে ছেয়ে গেছে
আমাদের দেশ,
কবে হবে অবসান
এ ব্যাধির শেষ ?


এ যুগের মেয়ে দেখি  
সিগারেটে টান,
আগে পাছে কত ছেলে
মাতলামি গান।


আগে চলে হেলেদুলে
যুবকেরা পাছ,
হেডফোন কানে দিয়ে
রঙে ঢঙে নাচ।


ন্যাকামিতে ভরপুর
যুবকের সাথ,
তাহাদের হাত ধরে
ঘুরে দিবা রাত।


অশালীন শাড়ি পরে  
বুক পিঠ ফাঁক,
চারিদিকে শিয়ালেরা
দেয় জোরে হাঁক।


সালোয়ার কামিজেতে
অপরূপ সাজ,
ওড়নাটা গলে প্যাঁচা
নাই কোনো লাজ।


এক হাত হিল পায়ে
খোঁড়া খোঁড়া হাঁট,
লাল নীল কালো টিপ
গায়ে পরা শার্ট।


ট্যাপা ট্যাপা গাল দু'টি
লাল লাল ঠোঁট,
তাই দেখে দিশেহারা
দেয় সবে ভোট।


ওই গালে কালো তিল
কানে পরা দুল,
ছ্যামড়ারা যত সব
দেখে করে ভুল।


কেউ বলে খুব ভালো
বাঁকা ঠোঁটে শিস,
বখাটেরা মজা লুটে
দমড়ে গা ইস !


মহাকাশ ভেঙে পড়ে
শিরে পড়ে বাজ ,
অশালীন চলাফেরা
নাই ঘরে কাজ।


কোটিপতি ঘরে ঘরে
কারবার এই,
কিছু লোক থুথু দিয়ে
বলে ছেই ছেই।


এই যদি হালচাল
হয় ভালো খুব,
জনে জনে ব্যভিচারে
দিবে সব ডুব।


অশালীন পোশাকের  
নাই কোনো দোষ,
অভিভাবকের প্রতি
জাগে মনে রোষ।


তাদের কারণে হয়
যত সব ভুল,
অবশেষে নারী হয়ে
হারে সব কূল।