অতুলনীয় মা বাবা
মোঃ ইব্রাহিম হোসেন


মা বাপ ঘরে কান্না করে
ছেলে শ্বশুর বাড়ি,
পীরের জন্য মাংস পোলাও
মিষ্টি ভরা হাঁড়ি।


মা ও বাবার দিন কাটে হায়
ছোট্ট কুঁড়ে ঘরে,
ছেলের বাস যে মহাসুখে
দালান কোঠার পরে।


কালবৈশাখী ধেয়ে আসে
ঘর নিয়ে যায় ঝড়ে,
ছেলের তরে আর্তনাদে
চোখের পানি ঝরে।


দশ তলাতে এসি ফ্যানে
জর্জ ব্যারিস্টার ছেলে,
দুখিনী মা বাবার সাথে
কষ্ট শুধু মেলে।


তবুও তারা চোখের জলে
প্রভুর দ্বারে কাঁদে,
ছেলে যেনো সুখে থাকে
সুখেতে ঘর বাঁধে।