কবির ছন্দে কবিতা তুমি
লেখকের লেখায় গল্প।
ছাত্রের পড়ায় অনেক তুমি
শিক্ষকের শিক্ষাদানে অল্প।।
পরিচালকের পরিচালনায় নাটক তুমি
শিল্পির কন্ঠে গান।
কৃষকের মাঠে ফসল তুমি
বিধাতার দানে প্রান।।
সন্নাসীর ধ্যানের ধারনা তুমি
পথিকের খুজে পাওয়া পথ
চৈত্রের তৃষ্ণার জল তুমি
বৈশাখ জুড়ে হয়ে যাওয়া রথ।।
শাজাহানের কাছে মমতাজ তুমি
শিরির কাছে ফরহাদ
গুনীজন কে করা সম্মান তুমি
অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ।
রাতের আকাশে চাঁদ তারা তুমি
দিঘীর অথই জল
জীবনের জন্য প্রেরনা তুমি
সাহসীর অদম্য বল।।