প্রার্থনার অজ্ঞাত স্বরূপ এখন
রহস্য উন্মোচিত স্বচ্ছ আকাশ
পূর্ণিমার চন্দ্রের মতো উজ্জ্বল দীপ্তিময় চিরচেনা এক ছবি;
যেন আজন্ম পরিচিত প্রিয় কোন মুখের প্রতিকৃতি।


স্মৃতির জায়নামাজে দাঁড়িয়ে
সময়ের নামতা ভুলে_
দিবসের রেখা সমাপ্ত আর
নিস্তব্ধ রাতের নিকষ অন্ধকার অগ্রাহ্য করে
অবিরাম হাতড়ে ফেরা আমায় শিখিয়েছে-
আরাধনার শাশ্বত রীতি,
সাধনার চিরায়ত পথ।