তুমি তাকে ফিরে আসতে বলো_
আমি একদিনে নামিয়ে ফেলবো শহরের সবগুলো বিলবোর্ড;
মুছে ফেলবো সমুদয় দেয়াল লিখন,
পোস্টারগুলো ছিঁড়ে টুকরো টুকরো করে
উড়িয়ে দেবো বাতাসের সাথে।


তুমি তাকে ফিরে আসতে বলো_
আমি এক্ষুনি বন্ধ করে দেবো টিভি চ্যানেলের বিরক্তিকর সব বিজ্ঞাপন,
বছরের পর বছর ধরে চলতে থাকা টিভি সিরিয়ালগুলোকে দিষিদ্ধ ঘোষণা করবো রোজ কেয়ামত পর্যন্ত,
টকশোওয়ালা বেপারীগুলোর কন্ঠনালী ছিঁড়ে বেওয়ারিশ কুকুরের খাদ্য বানাবো আমি।


তুমি তাকে ফিরে আসতে বলো_
আমি বুড়িগঙ্গার কিটকিটে কালো জলকে নিমেষেই করে দেবো স্বচ্ছ শীতল,
নদী তীরের অবৈধ স্থাপনাগুলো উচ্ছেদ করে দুই কূল ভরে দেবো শাদা কাশফুলে,
গতিহীন মরা নদীতে আবারও ফিরিয়ে আনবো তীব্র স্রোত,
অতঃপর শহরের তাবত্‍ মানুষজনকে ডেকে বলবো- এসো সূর্যস্নানে।


(সংক্ষিপ্ত)
ટટડડટટડડટટડડટટડડટટડડ