চার দিকে কোলাহল, হৈ-চৈ মানুষে ঘেরা
বিভ্রান্ত পুথ-পাথ, টিট-টুট, যানযট গারিতে ভরা ৷
হাটি চলি পথ, নেই কো আর রত,
কোথায় যে শেষ হবে!
হাটা-হাটি বিপুল সেন্ডেলের ডাক
ঠুস-ঠাস কামারিয়ার বারির মত!
হেটে চলেছে পথ, কার কোথায় শেষ হবে রত !
কে বা তা জানে?
মাঝে, মাঝে থেমে যায়, হঠাৎ নীরব নিস্তব্ধ আওয়াজ
চার দিক থেকে ছুটে আসে, লোক
হৈ-চৈ মানুষের কোলাহলের ভিতরে পরে থাকে কিছু স্তব্ধ মানুষ ৷


নীরব পথ তার আওয়াজ নেই আর,
বাড়ী ফেরা হল স্তব্ধ আওয়াজ নিয়ে ৷
বিভ্রান্ত কোলাহল আর যানযটে থেমে গেল পথ,
তার পথ নীরব, সেন্ডেলের আওয়াজ নিস্তব্দ
হাটা-হাটি নেই সেই পথে
এ ভাবেই থেমে যায়,
কিছু মানুষের শেষ নিশ্বাস বিভ্রান্ত পথে ৷


প্রকাশনাঃ দৈনিক বাংলার কণ্ঠ পত্রিকা ।