কোন সমাজে আছি আমি,
কেউ জানো কি ভাই?
যে সমাজটা নষ্ট বলে,
গুরু জনার ভাষায় পাই !


এই সমাজে নাই কেনো ভাই,
ঘুষ ছাড়া চাকরী?
নাই কেনো ভাই জতুক বিহীন,
বিয়ে, শাদির পাত্রী?


কোন সমাজে আছি আমি,
কোন সমাজে ভাই?
যে সমাজে নষ্টামি আর,
চরিত্রের সিমা নাই !


বুড়ো, বুড়ি বলছে ঠিকই,
তাদের যুগের কথা
সেই যুগেতে ছিল না
কোন চরিত্র হীনতা ৷


এই সমাজে পাব কবে
ঘুষ ছাড়া চাকরী?
খুজবে কবে সব ছেলেরা
যতুক বিহীন পাত্রী?


নষ্ট যুগের নিয়ম টাকে
বদলে দিতে হবে
তবেই মুখে ফুটবে হাসি,
কষ্ট, ক্লেশ না রবে !