শিশির কণা ঝরছে ফোটায়
টিনের চালে ঝনঝন
তুষার বুঝি পরছে গোপে
রাত ভরে কাশি ঠনঠন ৷


উত্তির হাওয়ায় শীতের ছোঁয়ায়
গাও কাঁপে থর-থরে
হিমশীতলের কন-কনে কাঁপা
দাঁতে দাঁত কর-করে ৷


খোল, কুড়েতে আগুন জ্বালিয়ে
করে হৈ-চৈ
কোথা থেকে এত জনতা?
আগুন পোহাতে থৈ-থৈ !


ভোর না হতে ডাকছে পাখি
শব্দ কিচির-মিচির
সূর্য্যি নাই কো আকাশ গগনে
চাষার মন অস্থির ৷


ট্রেন আসে ট্রেন যায়
শব্দ বাজে ঝমঝম
হরেণ, হুইসল বাজলে ফাঁকা
রাস্তা হয় থমথম ৷


হিমেল হাওয়া লাগলে গায়ে
শিশির ঝরে টলমল
হিমশীতলের শিশির কণা
বাজছে মনে ছলছল ৷


প্রকাশনাঃ- দৈনিক ভোলার বাণী প্রত্রিকা ।