লক্ষ্মী সোনা চাঁদের কণা
ঘুমিয়ে পরো তুমি !
মাথা রেখো স্বপ্নে বুকে,
তন্দ্রাতে আসব আমি ৷


তখন তুমি জড়িয়ে ধরে
ওষ্ঠে চুম্মা দিয়ে !
সুখ দুখের সব কথা কইও
তন্দ্রার দেশে যেয়ে ৷


হাত রাখিবো কাঁধে তুলে,
মাথা বুকের কোলে
তোমার কেশের গন্ধ সুঙে
হারাবো অতলে ৷


তখন তুমি কেশ নাড়িয়ে
হাত বুলিয়ে দিয়ে !
তোমার কণ্ঠে গান সুনায়ও
তন্দ্রার দেশে যেয়ে ৷


ঘুমন্ত সব রাজপ্রসাদে
ঘুমিয়ে থাকবে প্রজা
চার-দিকেতে নিঝুম, নীরব
হবে মোদের সজ্জা ৷


খুব গভীরের অন্ধকারে
চাঁদ হইয়া উইঠ
আঁধার জ্যোতির সিহরণ তুমি
গোলাপ হয়ে ফুইট !


ঘ্রাণ সুঙব গোলাপ, কেশের
মুগ্ধ হবো ঘুমে
সিক্ততা সব উড়িয়ে দিব
তন্দ্রাহীন এই দিনে ৷


স্বরচিত  এই তন্দ্রার দেশে
থাকব তুমি আমি
ঝাঁ ঝাঁ রোদ্দুরে, মৃদুকণ্ঠে
গাইব অনড় ঘামি ৷


রাজসভার এই রাজ কুমারী
ঘুমিয়ে থাক এখন
আসবো আমি কৃষাণ হয়ে
তন্দ্রা দেশের স্বজন ৷