ছড়া
ভয় ভীতি!


ঝুপে-ঝাপে ঝনঝন কর কে এমন?
সেথা থেকে ডেকে বলে, আছি এক জন
কি করো ঝুপে-ঝাপে একা নেরে-চেরে?
খাচ্ছি মুই হার-মুর, কট-মট করে ৷
তাই বলে এই ভাবে চুপ-চাপ করে?
কেন তুমি ভয় পাও একা থেকে ঘরে?
হ্যা গো মোর ভয় হয় একা ঘরে থেকে!
চার দিকে চুপ-চাপ সারা নাই দেখে ৷
বুক কাঁপে থরথর, ঝনঝন সুনে
এই বুঝি শেষ আমি ভয়, ভীতি মনে ৷