এই যে আমি তরুণ যুবক
         আকরাম সরকার
----------------------------------------
এই যে আমি তরুণ যুবক কতো কি'যে করি
মায়ের জন্য অস্ত্র হাতে যুদ্ধ করে মরি।
যুদ্ধ মাঠে তরুণ দেহে বুক পেতে খাই গুলি
দেশের জন্য অকাতরে জীবন দেই বলি।


এই যে আমি তরুণ যুবক দুঃসাহসী বীর
ঝড়ের মতো চলি আমি বীর বাঙালী বীর।
বীর বাঙালীর বীরের কীর্তি বিশ্ব গেছে রটে
সবার বুকের সাহস আমি মাথার ছায়া বটে।


এই যে আমি তরুণ যুবক সমাজ গড়ার চাবি
তরুণ সমাজ অরুণ আলোয় আলোকিত রবি
রবির তেঁজে তরুণ সমাজ আলোক দিনের পথে
শক্তিশালী সমাজ গড়তে আগমনী মহাযাত্রা রথে।


এই যে আমি তরুণ যুবক সৎ পথের ন্যায় পথিক
পথের কালি মুছতে মোরা খুঁজি নতুন পথের দিক।
নতুন পথের দিক পানে তারুণ্য জয়ের জয় গান
আমার যুবক দেশের সেবক বাঁচাই দেশের মান।