১.
বাংলাদেশ তুমি দ্বিজাতি ভাঙন
বাংলাদেশ তুমি ৫২'র ভাষা আন্দোলন
বাংলাদেশ তুমি ৫৩'র শহীদ মিনার গঠন
বাংলাদেশ তুমি ৫৪'র যুক্তফ্রন্ট নির্বাচন
বাংলাদেশ তুমি ৫৮'র সামরিক শাসন
বাংলাদেশ তুমি ৬২'র শিক্ষা আন্দোলন
বাংলাদেশ তুমি ৬৬'র ছয়দফা অনশন
বাংলাদেশ তুমি ৬৯'র গণঅভ্যুত্থান
বাংলাদেশ তুমি ৭১'র পাক-হানাদের নির্যাতন
বাংলাদেশ তুমি ৭ই মার্চের জ্বালাময়ী ভাষণ
বাংলাদেশ তুমি ২৫ই মার্চের গনহত্যার নিপীড়ন,
বাংলাদেশ তুমি ত্রিশ লক্ষ শহীদের প্রাণ
বাংলাদেশ তুমি দু’লক্ষ মা-বোনের ইজ্জত অবদান
বাংলাদেশ তুমি ১৬ই ডিসেম্বরে মুক্তির গান,
বাংলাদেশ তুমি 'হিন্দু-মুসলমান, বৌদ্ধ-খৃস্টান'
বাংলাদেশ তুমি এক জাতি সৃষ্টিতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান।


২.
বাংলাদেশ তুমি ১৫ই আগস্টের কালো রাত
বাংলাদেশ তুমি বুদ্ধিজীবী হত্যায় বড় উন্মাদ,
বাংলাদেশ তুমি মীর মোস্তাক, জিয়ার অত্যাচার
বাংলাদেশ তুমি এরশাদ স্বৈরশাসকের অহংকার,
বাংলাদেশ তুমি বেগম জিয়ার পোষা রাজাকার
বাংলাদেশ তুমি ষোল কোটি মানুষের হাহাকার।


বাংলাদেশ তুমি বাঙালির বাঙালিত্বের উপকরণ
বাংলাদেশ তুমি সাজতে বঙ্গবন্ধু কন্যার জাগরণ।


৩.
বাংলাদেশ তুমি একটি মায়ের কান্না
বাংলাদেশ তুমি বেকারত্বে জর্জরিত বেকারের উৎকন্ঠা,
বাংলাদেশ তুমি একটি শিশুর করুন দৃষ্টি
বাংলাদেশ তুমি ঝলসানো পুত্রবধূর চোখে অশ্রু বৃষ্টি।


বাংলাদেশ তুমি রানা প্লাজা ট্র্যাজেডি
বাংলাদেশ তুমি ছোট-বড় ধর্ষিতার স্বাক্ষী,
বাংলাদেশ তুমি শীতালক্ষ্যা নদীতে লাশ
বাংলাদেশ তৃমি দেশদ্রোহীর পেট্রোল বোমার চাষ,
বাংলাদেশ তুমি বটমূল, হলি আর্টিজেনে জঙ্গী বিস্ফোরণ
বাংলাদেশ তুমি অভিজিৎ, নীলাদ্রি শতশত অজানা হনন।


বাংলাদেশ তুমি বন্দি পাক-বীর্যের হাতে
বাংলাদেশ তুমি বন্দি দুর্নীতিবাজদের কাছে
বাংলাদেশ তুমি বন্দি রাজনৈতিক পেটুক নেতাদের পাতে
বাংলাদেশ তুমি বন্দি তেলবাজ কর্মীদের তেলের খনিতে।


বাংলাদেশ তুমি নিরীহ, নিপীড়িত বাঙালির হাহাকার
বাংলাদেশ তুমি শেখ হাসিনার দেশ গড়ার অঙিকার।