ঢক ঢক করে মদ গিলে
আমার উপর ঝাঁপিয়ে পড়লেন,
অসহ্য যন্ত্রণায় নিজেকে সামলানোর বৃথা চেষ্টায়
গোঙিয়ে উঠি বারবার,
তবুও নরপিশাচ খুবড়ে খুবড়ে খেয়েছে সারারাত।


নিষিদ্ধ পল্লীতে বসবাস,
যাকে বেশ্যা সম্বোধনে অবজ্ঞা করো
যাকে সমাজের নিকৃষ্ট মনে করো
আমি সে প্রাণী
তোমাদের যৌন ক্ষুধা মিটিয়ে
আমি অন্ন জোগাড় করি।


আমাকে নিন্দা করো!
কেন?
কতশত জনের শুক্রানু আমার জঠরে!
তোমরা কি জানো!


তুমি সমাজপতির কথা বলবে?
তুমি ধনীর কথা বলবে?
তুমি নেতাদের কথা বলবে?
তুমি দিনমজুরের কথা বলবে?
তুমি রিক্সাওয়ালা, রাজমিস্ত্রীর কথা বলবে?
তুমি ডাক্তার, ইঞ্জিনিয়ার বা ছাত্রের কথা বলবে?
সবাই আমার খদ্দের।


এরাই আমায় বেশ্যা বলে গালি দেয়
অথচ কিছু সময় আগেও
আমার স্তন রক্তাক্ত করেছে
আমার শরীরে সমস্ত শক্তি প্রয়োগ করেছে,
আমি সহ্য করলাম তাদের পশুত্ব।
তবুও আমি খারাপ
পেটের দায়ে আমি বেশ্যা,
রাত শেষে দিনের অন্ন জোগাড় করতে হবে আমায়।


রাতের অন্ধকারের সে পিচাশ
দিনের আলোতে একজন সৎচরিত্রবান সুপুরুষ।
ধিক্! তোমাদের এই সমাজকে
যে সমাজে পুরুষ নামক বহুরূপী বিষাক্ত সর্পের বসবাস।


যাদের স্ত্রী আছে, প্রেমিকা আছে
তারাও আমার নিতম্বের লালসায় মত্ত
এইসব মানুষ যদি চরিত্রবান হয়
তবে আমি কেন বেশ্যা?