সমাজ এখন মানুষরুপী কীট পতঙ্গের কবলে
দেখ! সাধারণ জনগন তাদের দখলে-


কর্মীর কাজ তেলবাজীতে
নেতার নীতি টেন্ডারবাজীতে
এমপি, মন্ত্রীর ক্ষমতা ভোট চুরিতে,


আমলার কর্মকান্ড দুর্নীতিতে
সালিশদারের ন্যায়নীতি সালিশ বানিজ্যেতে,
থানা-পুলিশ শক্তের ভক্ত নরমের যম
জনপ্রতিনিধি ডাকাতের চেয়ে কিসে কম!


সাংবাদিকের কলম দলবাজীতে
আইনজীবীর আইন সরকার দলেতে
চিকিৎসকের চিকিৎসা পুঁজিবাদীতে
শিক্ষকের শিক্ষা কোচিং নীতিতে
হুজুরের ধর্মজ্ঞান হিংসার ফুলঝুরিতে,


বেশ! বেশ! করছে শেষ
রসাতলে আমার প্রিয় বাংলাদেশ।


বিঃদ্রঃ বাংলা কবিতায় কবি কাজী দিলু এর " মানুষ নামের কীট " কবিতায় অনুপ্রাণিত হয়ে এই কবিতা লেখার চেষ্টা। কবি কাজী দিলু কে কবিতাটি উৎস্বর্গ করলাম।


১২ঃ৩০
০২/০৪/২০২১ইং