রাগ হয় না
কিম্বা ঘেন্না, কিছুই না
শুধু আপসোস,
বুঝলে না, তুমি জানলেও না
শুধু রাবনের চরিত্রে আমায় ধারন করো
কিন্তু এ ক্ষিতির মাঝে পূর্ণিমার শীতলতা
কখনই অনুভব করতে চাওনি,
এ আমার ব্যর্থতা,
একান্ত ভালবাসার নিরস পরাজয়।


নির্বাসিত একাকী যাত্রার লগ্নতায়
ফের আমায় রুদ্র করে, রুক্ষ করে
দু'চোখের প্রান্তর সাহারা মরুভূমির চেয়ে উত্তপ্ত
একফোঁটা নেত্রজল নেই; যে কষ্ট চুষে নেবে!
তবুও বেঁচে আছি ফের যদি বুঝো কিম্বা জানো
অথবা প্রত্যাবর্তনের প্রতিক্ষার দায়ে  বেঁচে থাকা।


ভালবাসার একটি দীর্ঘ নিঃশ্বাসের প্রতিক্ষা নিয়ে
নতুন রুপে তুমি আসবে তাই
আমি একশতো কোটি বছর তোমার হাত ধরে
জ্বলতে চাই, জ্বালাতে চাই।