সমাজের চিন্তা অর্থে
আমার চিন্তা খ্যাতিতে,
অর্থ দিয়ে খ্যাতি পাওয়া যায় না তবে
খ্যাতি দিয়ে অর্থ পাওয়া যায় অতীত বলে,
তবুও এই সমাজে-
যার যত বেশি
তার কদর তত বেশি।


হিংসা-বিদ্বেষ, লোভ-লালসা
শঠতা-কপটতা
ঈর্ষাপরায়নতা-পরশ্রীকাতরতা
শত্রুতা-দাম্ভিকতা
অসৎ উদ্দেশ্য-ক্ষমতার আকাঙ্খা
কার্পণ্য- নিচুতা
এই সবের চক্করে মানুষের চেতনা
বলেই খুন হচ্ছে মানবতা,


আর প্রতিভাগুলোকে
বন্দি রেখেছে তাদেরই অহমিকার শেকলে।


এ সমাজের মানুষগুলোর কু-দৃষ্টিভঙ্গিতে
প্রতিভা গুলো আধমরা হয়ে যায় বলে
মানবতা আক্রান্ত হিংসার কর্কট রোগে,
আর কপটতার নিবিড় পরিচর্যা কেন্দ্রে
প্রতিভা মৃত্যুর সাথে পাঞ্জা লড়ে।


এই সমাজের বাহ্ বাহ্ অর্থে
তাই অবজ্ঞা নামক বিষপানে
প্রতিভার মারণে
আজ অকর্মণ্য, বড্ড উন্মাদ উপাধি নিয়ে
হাঁটছি গন্তব্যহীন পথে।