কামড়ে উতলা মন
সব যেন উতাল পাতাল
এই ভেবে মরে প্রতিক্ষণ,
কত রঙ! কত ঢঙ! কত আহ্লাদ!
একটু কাছে যেতে, ছোঁয়া পেতে
অস্থিরতায় কাটে শত দিবা রাত।


দখিনা হাওয়ায় ভিজিয়ে শরীর
আনমনায় দাঁড়িয়ে চুপচাপ হাসে,
এই অদ্ভুত ভালো লাগা ঋতুতে
বসন্তের বাহারী রঙের ফুল
খসে পড়ে হৃদয় গালিচায়,
এইতো বেশ চলে যায়
ঠোঁটে ঠোঁট রাখতে
বুকের খাঁজে আল্পনা আঁকতে।


স্বর্গীয় সুখে ভাসতে ভাসতে
দিন, সপ্তাহ, মাস কখন যে শেষ হয়!


সময়ের ব্যবধানে
বেঁচে থাকার চাহিদায়
হয়তো একদিন-
সে টান, সে মোহ, সে অস্থিরতা হারিয়ে যায়।


ঠিক তা নয়
দায়িত্বের গ্যাঁড়াকলে
সকল আহ্লাদ, ভালবাসার খুঁনসুটি
ধূসর রঙে মিশে একাকার হয়।


ভালবাসা মুমূর্ষু হয়ে
অন্তর কার্ণিশে ঝুলে থাকে,
শুধু মায়ার যৌবনে কেটে যায় বাকি জীবন।