কোকিল কন্ঠে
কেউ কোনদিন কথা কয়নি
কিন্তু কাকের কর্কশ কা-কা কর্ণকুহুরে।


কুঞ্চিত কপাল কান্তিমান
কার কান্তিতে কুহক কিরণ,
কুটুমের কৌতূহল
কারণ কূলজাতের কোন্দল।


কোন্দল কাজিয়া
কৃশানুতে কায়া,
কালার কানাকানিতে,
কাঠুরিয়ার কুঠারাঘাতে,
কূলের ককোধর কামড়ে,
কালকূটের কান্নাতে,
কার কি!


কৃষ্ণের কলহে
কুমুদনাথের কলঙ্ক কুদিন
কমল কেবলমাত্র কঠিন।


কর্তার কপটতায় কিয়ৎ কুটিলে
কেকীর কায়ায় কুসুম কিরণী
কেবলই কণিকার কিঞ্চিৎ কাহিনী।