আচ্ছা! কি এমন হয়
যদি ধর্মের প্রাচীর না থাকে,
কারো সাদা, কারো নীল কিম্বা হলুদ
এমনতো নয়!
রুধির রঙ তো সবার লাল
কার শোনিতে লেখা আছে
কার জাত কি?
কে হিন্দু, কে মুসলামন, কে বৌদ্ধ, কে খৃষ্টান।


ধর্মের একগোঁয়ামী, সনাতন বাড়াবাড়িতে
দু'ধর্মের দু'জন, এক বন্ধনে আবদ্ধ হলে নষ্ট হয় ধর্মের সম্মান,
কেন?
প্রেম যদি হয় বিধাতার দান!
ধর্মও তাঁর বিধি-বিধান,
তবে রক্ত মাংসের সৃষ্টি মানুষের সাথে
জাতপাত-ধর্ম উপেক্ষা করে সংসার গড়লে, কেন হবে পাপ?


ভালবাসা যদি স্বর্গ থেকে আসে
তবে ভূমিষ্ঠ থেকে শেষ নিঃশ্বাস অবদি
প্রেমের ফানুস উড়াবে, রাগ অভিমানের খুঁনসুটিতে
ভালবাসতে হবে, যে যার মত থাকুক সৃষ্টিকর্তা বিশ্বাসী।
বাঁধা কিসের?
মানুষ তো! মানুষ আগে, পরে ধর্মের বাণী
সব মানুষই তো সৃষ্টিকর্তার সৃজনী,
ভুলে যাও কে, কোন ধর্মে,
জাগাও! মানুষ তোমার মানবতা
পৃথিবীতে গড়ো তোলো বৈষম্যহীন সমতা,
জাতপাত-ধর্মের শেকল চুরমারে
সৃষ্টি করো নতুন পৃথিবীর স্তুতিতে নতুন একটি কবিতা।