কবি!
হুম
তোমার কাছে কিছু শব্দ হবে? কবিতা বানিয়ে জীবন সাজাবো।
হ্যাঁ। অবহেলা, বিশ্বাঘাতকতা, প্রবঞ্চনা আর প্রতারনা।


আহা! এইসব ব্যতীত মূল্যবান কয়েকটি শব্দ হবে না?
যেমন ধরো! প্রেমরস, ভালবাসার মৃদু বৃষ্টি, কামনার উল্কা।
না, এইসব হারিয়ে গিয়েছে।


কোথায় হারিয়ে ফেলেছো?
কুঁড়িয়ে নিয়ে আসা যায় না আমার দ্বারে?


হারিয়েছি!! যে প্রতিশ্রুতি দিয়ে রাখতে পারেনি তার কাছে হারিয়েছি।
গভীর রাতে গুঙিয়ে গুঙিয়ে অশ্রু বিসর্জনরত কণ্ঠে বলে
তোমায় ছাড়া আমি বাঁচবো না, তার কাছে হারিয়েছি।
দিনের শুরুতে আমার চুম্বনের আওয়াজ যার শ্রুতিতে না গেলে
বিছানাই ছাড়া হতো না, তার কাছে হারিয়েছি।
বদ্ধঘরে মিটমিটে আলোতে নগ্নতার আলিঙনে জড়িয়ে
আবেগজড়িত কন্ঠে যে বলেছিল, তুমি আমাকে ছেড়ে কভু কোথাও যেও না, আমি তার কাছে হারিয়েছি।


কিন্তু আজ! সে আত্ব প্রবঞ্চনায় বিশ্বাসঘাতকতায় প্রতারক।
তাই তোমাকে কি করে তোমার চাওয়া শব্দদ্বয় দিবো বলো!


হুম, বুঝলাম কবি
আমি যদি তোমার শব্দভান্ডার আবার পুনঃসংস্কার করি?
উঁইপোকা খেয়েছে পৃষ্ঠেগুলো।


ছেঁড়া পৃষ্ঠের ঝাপসা অক্ষরগুলো নিয়ে যদি আমি আবার শব্দ বানাই তাতে তোমার আপত্তি নেইতো??


অতঃপর...........!!!


( ইকরামুল শামীম)