স্বাধীনতা!
ফুটপাতে পড়ে থাকে
আমার স্বাধীনতা।
ডাস্টবিনের ঝুটায় স্বাধীনতার স্বাদ
রেললাইনের বস্তিতে আমার স্বাধীনতা
দিন-মুজুরের রক্তকে ঘাম আর
রিক্সার প্যান্ডেলে স্বাধীনতা।


স্বাধীনতা!
বেশ্যার ঘরে জন্ম সেই সন্তানের ফ্যালফ্যাল চোখে
অফিসের কর্তাবাবুর সাথে বিছানায় স্বাধীনতা,
ধর্ষিতা কিশোরী বিচারের অপেক্ষায় স্বাধীনতা
সন্তান হারানো মায়ের আর্ত্বনাদে
নির্যাতিতা নারীর আর্ত্বচিৎকারে
স্বাধীনতা কাঁদছে।


আমার স্বাধীনতা।
স্বাধীনতা নেতাদের পকেটে
আমলাবাবুদের অহেতুক আবদারে
ক্ষমতার দাপটে লাল সবুজের পতাকা
আজ কারাগারে চিৎকার দিয়ে বলছে-শুনছো!
৭ই মার্চের ভাষণ?
- আমি ক্ষমতা চাই না, আমি মানুষের অধিকার চাই।
আমায় মুক্ত করো, আমি সবুজ শ্যামলে
একটু নিঃশ্বাস নিতে চাই।


--বিজয় দিবসে সকল শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা--