মুখোশবেশী ভদ্রলোকের ছেঁড়ে দেওয়া রাতের অশ্রুসিক্ত সেইসব প্রেমিকা
ছলণাময়ী নারীর বিষাক্ত ছোবলে ঐসব প্রেমিক,
অথবা বেকারত্বে জর্জরিত হয়ে
সিলিং ফ্যানে কিংবা বিষপানে হচ্ছে নিঃশেষ অথবা গুনছে মৃত্যু প্রহর
আর কত...!


এই বর্বরতার শেষ কোথায়!
কাঁটাতারে ফেলানী থেকে তনু কিংবা নুসরাত রাফি
আমরা ভুলিনি লক্ষীপুরের সেই নির্মমতা আরও অজানা কত শত...!


আর কত বিভৎস হবো!
স্বজন হারানোর অসীম বেদনা, জীবনবাজি রাখা অসম সাহসী লড়াইয়ে
সেই একাত্তরে লাল সবুজের বিজয় পতাকা
আজ রক্তে রঞ্জিত
আর কত...!


আমরা নির্মম, পৈশাচিক বর্বর
আমরা পলাশীর মীর জাফর, পঁচাত্তরের মোস্তাক
বাঙালী পিতার আমরা খুনী
ফেনীর একরাম থেকে টেকনাফের সেই করুন আর্ত্বনাদ
" ও কিছু করেনি, ওকে মারছেন কেন "
আমরা শীতালক্ষ্যা নদীর স্বাক্ষী
অন্তঃসত্ত্বা স্ত্রীকে ঝলসে দেওয়া পাষন্ড স্বামী,
প্রকাশ্য দিবালোকে বিশ্বজিৎ কিংবা নীলাদ্রী
আরও অজানা কত শত...!


পিলখানা থেকে হলি-আর্টিজেন
রানা প্লাজা থেকে বনানী
পেট্রোল বোমায় তাজা প্রাণ গেল কত শত...!!
আমরা শুধু নিরবতায় দাঁড়িয়ে থাকা কয়েক দন্ডের
" মানববন্ধন "


এই বর্বরতার শেষ কোথায়!
ভ্রষ্ট পথে নষ্ট রাজনীতি
ভাইদের কালো টাকায় ধর্ষিত ন্যায়নীতি,
রাহজানি-খুন, আগুন পোড়ানো আহজারি আর ধর্ষণ
প্রেস ক্লাব বা অপরাজয়ে চত্ত্বরে কিংবা মহল্লার চৌরাস্তায়
দাঁড়িয়ে থাকা সেইসব হুজুগে মাতাল
আমরা শকুনের উপরি কামাইেয়র সর্বোপরি দালাল।