ভোরের প্রতিক্ষায় হয়তো অন্ধকার সময়ের সাথে
ভাবনার হামাগুড়ি,
আমিও বেশ জেদী
শুধু এক মুঠো সুখের নেশায়
নষ্টালজিক ইচ্ছের বিরুদ্ধে যুদ্ধ করছি,


নির্জনতার অশ্রু নিয়ে
জীবনের তৃষ্ণা মেটাবো তাই
আজো চোখ বন্ধ করিনি, জেগে আছি,


হররোজ কাঁদি, কাঁদাই, ভাবায়...
তবুও এক চিলতে হাসির জন্য
নিশাচর হয়ে ভাবনায় ডুবি,
অমাবস্যা রাতে গন্তব্য খুঁজবো বলে
গন্তব্যহীন ঠিকানার মাঝপথে থমকে দাঁড়িয়েছি,


স্বপ্ন, বাজপাখি হয়ে উড়ছে
গোধুলীলগ্নে একটু স্পর্শ করবে কোন এক পরিমিতি
অতঃপর নতুন দিগন্তের সূচনা হবে, স্বপ্নের মৃত্যু ঘটিয়ে
দখল করবো সুখের এক খন্ড মাটি।