সময়ের সাথে পাল্লা দিয়ে কবিদের সংখ্যা বাড়ছে, কবিতা বাড়ছে কিন্তু হ্রাস পাচ্ছে কবিতার পাঠক।  এর পেছনে সবচেয়ে বড় কারণ হল আধুনিক কবিতার দুর্বোধ্যতা।যার  দরুন অন্য যে কোন সময়ের চেয়ে বর্তমানে কবিতার পাঠক সংখ্যা নিতান্ত অল্প।
প্রকৃত অর্থে এই সময়ে কবিতার সাধারণ পাঠক নেই বললেই চলে।
কবিতার গন্ডি এখন কিছু সংখ্যক মানুষের চর্চা এবং পাঠের মধ্যে সীমাবদ্ধ।
এই ধারা চলতে থাকলে একটা সময় হয়তো কবিতার পাঠক বলতে কেউ আর অবশিষ্ট থাকবেনা।তখন
যিনি লিখবেন তিনিই শুধু পড়বেন এবং বুঝবেন। আর কেউ পড়বেওনা বুঝবেওনা।
কবিদের এই দুর্বোধ্য পথে হাঁটা কতটা যৌক্তিক এবং ফলপ্রসু হবে তা বুঝার জন্য কবিতা বোদ্ধাদের দ্বারস্থ হওয়ার প্রয়োজন আছে বলে মনে করিনা।